৪ অক্টোবর, ২০২২ ১২:১২

রাশিয়া থেকে ব্যবসা সরিয়ে নিচ্ছে এনভিডিয়া

অনলাইন ডেস্ক

রাশিয়া থেকে ব্যবসা সরিয়ে নিচ্ছে এনভিডিয়া

যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে সৃষ্ট প্রেক্ষাপটে এ বছরের শেষ নাগাদ তারা রাশিয়া থেকে চলে যাচ্ছেন। অনেক আগেই রাশিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিল এনভিডিয়া। তবে প্রতিষ্ঠানের কর্মী এবং কর্মীদের পরিবারের কথা ভেবে সেটি দীর্ঘায়িত করা হয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখন চিপ উৎপাদনকারী কোম্পানিটি রাশিয়া থেকে একেবারে চলে যাওয়ার ঘোষণা দিল।

মস্কোর বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়ার সেখানে পণ্য বিক্রিতে সমস্যা হচ্ছিল। মোট আয়ের ২ শতাংশ আসতো রাশিয়া থেকে।

এনভিডিয়া জানিয়েছে, তাদের রুশ কর্মীরা চাইলে অন্য দেশে তারা যুক্ত হতে পারবে। বর্তমানে রাশিয়ার অফিসে প্রায় ৩০০ কর্মী রয়েছে। গত ৩০ সেপ্টেম্বরই কর্মীদের বিষয়টি জানিয়ে দিয়েছে এনভিডিয়া।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর