ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এ মর্মে তিনি একটি ডিক্রি (সরকারি আদেশ) জারি করেছেন।
গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করার ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি এদিন যে মন্তব্য করেছিলেন ডিক্রিতে সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলেনস্কি বলেছিলেন, পুতিন জানেন না সম্মান কী, সততা কী। আমরা রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে তাদের অন্য কোনো প্রেসিডেন্টের সঙ্গে, পুতিন নয়।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের প্রস্তুতকৃত ডিক্রিতে বলা হয়েছে, রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় বসা ‘অসম্ভব’ ঘোষণা করছে ইউক্রেন।
এদিকে মঙ্গলবার রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ সর্বসম্মতিক্রমে ইউক্রেনের চার অঞ্চল ফেডারেশনের সঙ্গে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অনুমোদন করেছে। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল