৪ অক্টোবর, ২০২২ ২০:২৩

তুষারধস: ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ১৮

অনলাইন ডেস্ক

তুষারধস: ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ১৮

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের কবলে পড়ে অন্তত ১০ পর্বতারোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উত্তরকাশী জেলায় ওই দুর্ঘটনার এখনও পর্যন্ত আরও ১৮ পর্বতারোহী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা’ শিখরের অদূরে মঙ্গলবার সকাল ৯টার দিকে তুষারধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া পর্বতারোহীর উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর শিক্ষার্থী ও প্রশিক্ষক। 

নিমের পক্ষ থেকে কর্নেল অমিত বিস্ত মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন, দলে মোট ৩৪ জন ছিলেন। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় তুষারধসে চাপা পড়া ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ জন এখনও নিখোঁজ।

উত্তরাখণ্ড রাজ্য সরকারের জানিয়েছে, খবর পেয়েই পরেই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে, সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় দুর্যোগ মোকাবেলা দল (এনডিআরএফ)-এর উদ্ধারকারী বাহিনী। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান চলেছে।

কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে রাতের অন্ধকারে উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর