ডনবাসের আরও অনেকখানি ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ফের হুংকার ছেড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সন্ধ্যার নিয়মিত ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘এই সপ্তাহ শেষে ডনবাসের আরও এলাকায় ইউক্রেনের পতাকা উড়বে।’
ইউক্রেনের জানিয়েছে, লিয়াম শহরের দিকে আগাচ্ছে তাদের সেনাবাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, ওই শহর থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে।
এই ঘটনায় জেলেনস্কি জানিয়েছে, একে একে রাশিয়াকে ইউক্রেন ছাড়া করা হবে।
যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও সেনা সমাবেশের ডাক দিয়েছে। দেশটির চারটি অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সূত্র: এএফপি (এনডিটিভি)
বিডি প্রতিদিন/নাজমুল