উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকে বর্বর আচরণ বলে আখ্যা দিয়েছে জাপান। আর দক্ষিণ কোরিয়া দিয়েছে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি।
মঙ্গলবার জাপানের ওপর দিয়ে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। গেল দশ দিনে এ নিয়ে পাঁচ বার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল কিম জং উনের দেশ।
জাপানের উপকূল রক্ষাবাহিনী ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে।
টোকিও ও সিউল জানিয়েছে, চীনের সীমান্ত এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। প্রশান্ত সাগরে পড়ার আগে এই ক্ষেপণাস্ত্র ২২ মিনিট বাতাসে ভেসেছিল।
এ ঘটনায় জাপান সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছিল। হোক্কাইডো ও আমোরি অঞ্চলের রেল চলাচলও কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়।
এর আগে ২০১৭ সালেও জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া।
এবারের ঘটনাকে বর্বর আচরণ বলে আখ্যা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক-ইয়েল পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এই ঘটনায় জাপান ও দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সভা ডাকা হয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল