রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ যোগাতে ইউক্রেনীয় জনগণকে শাখারভ পুরস্কারে ভূষিত করল ইউরোপীয় পার্লামেন্ট। পুরস্কার হিসেবে ৫০ হাজার ইউরো ইউক্রেনের সুশীল সমাজের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু রাশিয়া। এরই মধ্যেই ৮ মাস হতে চলল যুদ্ধের। রুশ বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধে ইউক্রেনের জনগণকে নানাভাবে লড়াই করতে হচ্ছে। তাদের লড়াইয়ের প্রতি সমর্থন জানাতেই এই পুরস্কার দিল ইউরোপীয় পার্লামেন্ট।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেটাসোলা এই পুরস্কার ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, “ইউক্রেনের জনগণ যা বিশ্বাস করেন, তার পক্ষেই তারা দাঁড়িয়েছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসন রক্ষায় তারা সর্বদা নিয়োজিত। তাদের এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবনযাপন করছেন। বিশ্বে এই মুহূর্তে এই পুরস্কারের যোগ্য আর কেউ নেই।”
পুরস্কার ঘোষণার পর ইইউ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুইট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
টু্ইটে বলেছেন, “এ পুরস্কার ইউক্রেন যুদ্ধে প্রতিদিনের স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধের প্রতি সম্মান।” সূত্র: ইউরোপিয়ান পার্লামেন্ট ওয়েবসাইট, রয়টার্স, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম