২৬ নভেম্বর, ২০২২ ১৩:২৬
জলবায়ু পরিবর্তন

সুইডেনের বিরুদ্ধে ‌‘প্রতীকী’ মামলা গ্রেটাসহ ৬০০ জলবায়ু কর্মীর

অনলাইন ডেস্ক

সুইডেনের বিরুদ্ধে ‌‘প্রতীকী’ মামলা গ্রেটাসহ ৬০০ জলবায়ু কর্মীর

জলবায়ু আন্দোলনকর্মীদের সাথে গ্রেটা

সুইডেনের বিরুদ্ধে মামলা করেছে জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গসহ ৬০০ এর বেশি জলবায়ু কর্মী। জলবায়ু বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। শুক্রবার শহরের বিক্ষোভের সময় স্টকহোম জেলা আদালতে প্রতীকীভাবে দাখিল করা হয়েছে মামলাটি। 

মামলা ঠুকে দেওয়া সংস্থাটির নাম অরোরা। এ সংস্থার সদস্য ইডা এডলিং বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সুইডিশ আইনি ব্যবস্থায় এত বড় মাপের মামলা কখনও হয়নি। মামলায় আমরা জিতলে রায়ে সুইডিশ রাষ্ট্রকে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হবে।

এর আগে ছয় পর্তুগিজ তরুণ সুইডেন ও ৩২টি দেশের বিরুদ্ধে ইউরোপিয়ান মানবাধিকার আদালতে মামলা করেছিল। তাতে জলবায়ু বিপর্যয় মোকাবেলায় এসব দেশের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছিল। ডেনমার্ক ও ফ্রান্সেও এরকম মামলা হয়েছে। সূত্র : আল জাজিরা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর