৭ ডিসেম্বর, ২০২২ ১২:৩৮

অস্ট্রেলিয়ায় মহড়া বাড়াবে যুক্তরাষ্ট্র, জাপানকেও অংশ নেওয়ার আমন্ত্রণ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় মহড়া বাড়াবে যুক্তরাষ্ট্র, জাপানকেও অংশ নেওয়ার আমন্ত্রণ

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা এবং কূটনীতিক কর্মকর্তারা বৈঠকে বসে

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার বিষয়ে সম্মত হয়েছে। অস্ট্রেলিয়ায় বিমান, নৌ এবং পদাতিক সৈন্যের উপস্থিতি চক্রাকারে বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা এবং কূটনীতিক কর্মকর্তারা বৈঠকের পর এমন সিদ্ধান্ত আসে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পন্থায় আমরা প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার বিষয়ে সম্মত হয়েছি। এ সময় অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লসও উপস্থিত ছিলেন।

লয়েড অস্টিন বলেন, আলোচনার আলোকে আমরা অস্ট্রেলিয়ায় চক্রাকারে যুক্তরাষ্ট্রের বাহিনীর উপস্থিতি বাড়াব। দুই দেশ অস্ট্রেলিয়ায় জাপানকে মহড়ায় অংশ নেওয়ার আমন্ত্রণের বিষয়েও সম্মত হয়েছে। অস্ট্রেলিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর কারণ হিসেবে অস্টিন চীনের উত্থান এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে উল্লেখ করেছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল      

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর