সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন, পুতিন তাকে ফোনে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন। তবে বরিসের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া।
বিবিসির এক তথ্যচিত্রে জনসন জানিয়েছেন, তিনি পুতিনকে হুঁশিয়ার করে বলেছিলেন ‘ইউক্রেইনে আক্রমণ পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে এবং রাশিয়ার সীমান্তে আরও বেশি নেটো সেনা মোতায়েনও হতে পারে।’
বরিস আরও দাবি করেছেন, অদূর ভবিষ্যতে ইউক্রেইন নেটোতে যোগ দেবে না, পুতিনকে এমন কথা বলে রাশিয়ার সামরিক বাহিনীর পদক্ষেপে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেছেন জনসন।
সেই কথার প্রেক্ষিতে পুতিন বরিসকে হুমকি দেয়। বরিস বলেছেন, ‘‘একটা পর্যায়ে সে আমাকে হুমকি দিল এবং বললেন, ‘বরিস আমি ক্ষেপণাস্ত্র দিয়ে তোমাকে কষ্ট দিতে চাই না। তবে এতে মাত্র এক মিনিট লাগবে বা তেমন কিছুই।’
তবে বরিসের এই দাবি সরাসরি অস্বীকার করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। পুতিনের মুখপাত্র বলেছেন, এটা মিথ্যা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল