২৫ মার্চ, ২০২৩ ০৮:৩৫

বিশ্বের উচিত চীনের কথা শোনা, কেন বললেন স্পেনের প্রধানমন্ত্রী?

অনলাইন ডেস্ক

বিশ্বের উচিত চীনের কথা শোনা, কেন বললেন স্পেনের প্রধানমন্ত্রী?

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ (বামে)। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের চীনের কথা শোনা উচিত বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

আগামী সপ্তাহে বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরের আগে শুক্রবার তিনি এই মন্তব্য করেন।

ব্রাসেলসে সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, “চীন বৈশ্বিক কর্তা, তাই স্পষ্টতই আমাদের অবশ্যই তার কথা শুনতে হবে, যাতে আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে পারি এবং ইউক্রেন তার আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে।”

আগামী ৩১ মার্চ বেইজিং সফরে যাচ্ছেন সানচেজ। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুই নেতার বৈঠকে ইউক্রেনের চলমান সংঘাতের উপর আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে চীন ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিজেকে ‘নিরপেক্ষ’ হিসেবে বর্ণনা করেছে এবং একটি বড় ধরনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে।

এর আগে সানচেজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি প্রস্তাবকে সমর্থন দিয়েছিলেন। ওই প্রস্তাবে ২০১৪ সালে রাশিয়ার অঙ্গীভূত ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর