২৫ মার্চ, ২০২৩ ০৯:০০

ম্যাকরনের অনুরোধে ফ্রান্স সফর স্থগিত করলেন ব্রিটিশ রাজা

অনলাইন ডেস্ক

ম্যাকরনের অনুরোধে ফ্রান্স সফর স্থগিত করলেন ব্রিটিশ রাজা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। ছবি: রয়টার্স

অবসর নীতিমালা পরিবর্তন নিয়ে ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলছে। এরই প্রেক্ষিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের অনুরোধে ফ্রান্স সফর স্থগিত করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

আগামীকাল রবিবার থেকে এই সফর শুরু হওয়ার কথা ছিল।

ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের অনুরোধে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ব্রিটিশ রাজা হিসেবে ফ্রান্স সফর ছিল চার্লসের প্রথম বিদেশ সফর। সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়েছে। 

গত বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বর্দো শহরের পৌর ভবনের বারান্দায় অগ্নিসংযোগ করা হয়েছিল। সফরের অংশ হিসেবে আগামী মঙ্গলবার চার্লসের এই শহরে যাওয়ার কথা ছিল। তবে ওই দিন বিক্ষোভকারীরাও নতুন করে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে বলা হয়েছে, ফ্রান্সের চলমান পরিস্থিতির কারণে রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলার তিন দিনের এই সফর স্থগিত করা হয়েছে। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর