১২ মে, ২০২৩ ১৭:১০

ইমরান খানকে মিথ্যাবাদী বলে কড়া সমালোচনায় শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক

ইমরান খানকে মিথ্যাবাদী বলে কড়া সমালোচনায় শেহবাজ শরিফ

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কড়া সমালোচনা করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, পিটিআই নেতৃত্ব দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। ইতোমধ্যে দেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার দল মিথ্যাবাদী।

শুক্রবার ফেডারেল মন্ত্রিসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইমরানের দাবি- যুক্তরাষ্ট্র সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে- এই প্রসঙ্গ টেনে শেহবাজ বলেন, একাধিক জাতীয় নিরাপত্তা কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, তার অভিযোগ মিথ্যা ছিল। সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের পর সুপ্রিম কোর্টের কার্যক্রমের সমালোচনায় তিনি বলেন, প্রধান বিচারপতি ইমরানকে বলেন, আপনাকে দেখে ভালো লাগছে। দুর্নীতির মামলায় তিনি এমনটি বললেন।

তিনি আরও বলেন, ডাবল স্ট্যান্ডার্ডের (দ্বিচারিতা) কারণে পাকিস্তানে বিচার ব্যবস্থার মৃত্যু হয়েছে। শেহবাজ শরিফ পিএমএল-এনের প্রধান নওয়াজ শরীফ ও ফেডারেল কোয়ালিশনের কয়েকজন সদস্যের গ্রেপ্তারের বিষয়টি স্মরণ করেন। তিনি বলেন, তাদের কোন উদারতা দেখানো হয়েছিল। শেহবাজ বলেন, নওয়াজের সঙ্গে অন্যায় হওয়ার কথা কেউ বলেনি।

এই প্রধানমন্ত্রী বলেন, পিটিআইয়ের বিক্ষোভকারীরা আমাদের শহীদদের অসম্মান করেছে। আমাদের শত্রুরাও এমনটি করেনি। গেল মঙ্গলবার (৯ মে) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার হন। বুধবার (১০ মে) আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। তোশাখানা মামলাতেও অভিযুক্ত হয়েছেন তিনি।

এদিকে, পাকিস্তানের হাইকোর্ট ইমরান খানকে দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের জামিনের আবেদন শুনানি শুরু হয়। ডনের খবরে বলা হয়েছে, জুমার নামাজের পর স্থগিত শুনানি পুনরায় শুরু হয়। বিচারক তাকে দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সূত্র : জিও টিভি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর