মাঝ আকাশে এশিয়ানা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানের জরুরি দরজা খোলার অপরাধে এক ব্যক্তিকে দক্ষিণ কোরিয়ায় গ্রেফতার করা হয়েছে।
বিমানের ১৯৪ যাত্রীর সবাই ভালো আছে। বিমানটি ডায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময়ও এর দরজাটি খোলাই ছিল।
তীব্র বাতাসের কারণে অনেক যাত্রীই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কারো আবার শ্বাসকষ্টও দেখা দেয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।৩০ বছর বয়সী অভিযুক্ত পুরুষ যাত্রীকে আটক করা হয়েছে। জেজু দ্বীপ থেকে ছেড়ে আসা ফ্লাইটে এই কাণ্ড ঘটান তিনি। ঘটনার সময় বিমানটি ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে ছিল।
অবতরণ মুডে থাকা বিমানের দায়িত্বে থাকা কর্মকর্তারাও ওই ব্যক্তিকে দরজা খোলা থেকে বিরত রাখতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি বিমান থেকে ঝাপ দেওয়ার চেষ্টাও করেছিলেন।
৪৪ বছর বয়সী এক যাত্রী বলেছেন, ‘এটা ছিলো শোরগোলপূর্ণ অবস্থা। দরজার কাছের যাত্রীরা একে একে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। ফ্লাইট অ্যাটেনডেন্সরা ডাক্তারকে ডাকছিলেন।’ ‘আমার মনে হচ্ছিল প্লেনটিকে উড়িয়ে নিয়ে যাবে। মনে করেছিলাম আমি মরে যাচ্ছি।’
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিমানের দরজা খোলার বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। যখন তাকে গ্রেফতার করা হয় তখন তিনি মদ্যপ অবস্থায়ও ছিলেন না।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল