৬ জুন, ২০২৩ ১২:৩৩

খেরসনে বাঁধ ধ্বংস নিয়ে যা বললেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

খেরসনে বাঁধ ধ্বংস নিয়ে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কৌশলগত খেরসনের ‘নোভো কাখোভকা’ পানির বাঁধ উড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় ও রাশিয়ান উভয় বাহিনীই জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনের রাশিয়ান নিয়ন্ত্রিত অংশে সোভিয়েত যুগের সুবিশাল বাঁধ মঙ্গলবার উড়িয়ে দেওয়া হয়েছে।

এতে করে যুদ্ধপীড়িত অঞ্চলজুড়ে পানি ছড়িয়ে পড়েছে। অবশ্য বাঁধ ধ্বংসের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে।

বাঁধ ধ্বংস নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিরাপত্তা পরিষদ ও প্রতিরক্ষা কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন। 

প্রায় ৯৮ ফুট প্রশস্ত এবং ৩. ২ কিলোমিটার দৈর্ঘ্যর বাঁধটি ১৯৫৬ সালে কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে নিপ্রো নদীর ওপর নির্মাণ করা হয়

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘নোভো কাখোভকা’ বাঁধ ধ্বংস নিশ্চিত করে যে, ইউক্রেনের ভূমির প্রতিটি কোণা থেকে রাশিয়াকে হঠাতে হবে।’ 

মঙ্গলবার এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, তাদের হাতে এক মিটার ভূমিও রাখা উচিত হবে না। কারণ, প্রতি মিটার ভূখণ্ড তারা সন্ত্রাসের কাজে ব্যবহার করে। জেলেনস্কি বলেন, কেবল ইউক্রেনের বিজয়ই নিরাপত্তা আনতে পারে এবং সেই বিজয় অবশ্যই আসবে। সন্ত্রাসীরা ইউক্রেনীয়দের পানি, মিসাইল কিংবা অন্য কিছু দিয়ে থামাতে পারবে না বলেও মন্তব্য করেন জেলেনস্কি।  সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর