৬ জুলাই, ২০২৩ ২০:১৯

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৫, আহত ৩৪

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৫, আহত ৩৪

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় এলাকা লিভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩৪ জন। 

বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। 

লিভিভের আঞ্চলিক প্রধান মাস্কিম কিজিতাস্কি জানিয়েছেন, এই হামলায় ৩০টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। হামলার বিষয়ে রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের সবকটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের সেনাদের অস্থায়ী ঘাঁটি এবং বিদেশ থেকে পাওয়া অস্ত্রের ভাণ্ডার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর