মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ নিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বিভক্তির আশঙ্কা দেখা দিয়েছে।
মার্কিন নৌবাহিনীর সাবেক উপ-প্রধান ক্র্যাপসি ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তির এই আশঙ্কার কথা জানান।
সাম্প্রতিক একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছিলেন যে, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ দেশটির নিরাপত্তা বাড়াবে না।
তিনি বলেন, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ বরং গোটা বিশ্বকে আরও অরক্ষিত করে তুলবে। আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি উত্তেজনা সৃষ্টি করবে বলেও উল্লেখ করেছিলেন পুতিন।
লিথুয়ানিয়ায় শীর্ষ সম্মেলনের একদিন পর পুতিন ওই মন্তব্য করেন। সম্মেলনে ইউক্রেনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো। তবে দেশটির সদস্যপদ পাওয়ার কোনও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।
রাশিয়া ইউক্রেনের ন্যাটোতে যোগদানের যে-কোনও পদক্ষেপের তীব্র বিরোধিতা করে আসছে। ভ্লাদিমির পুতিন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এটি রাশিয়ার জন্য একটি রেড-লাইন।
এক্ষেত্রে ক্রাপ্সি বলেন, ন্যাটোতে যোগদানের ব্যাপারে ইউক্রেনের আবেদন কার্যত উপেক্ষাই করা হয়েছে। তবে এ বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফাটল সৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তিনি আরও বলেন, ইউক্রেনে ন্যাটো-রাশিয়ার প্রক্সি যুদ্ধ যতই বাড়বে ততই পরমাণু যুদ্ধের ঝুঁকি বেড়ে যাবে।
বিডি প্রতিদিন/কালাম