শিরোনাম
৯ অক্টোবর, ২০২৩ ০১:১১

ইসরায়েলিদের মধ্যপ্রাচ্য ভ্রমণ না করার নির্দেশ

অনলাইন ডেস্ক

ইসরায়েলিদের মধ্যপ্রাচ্য ভ্রমণ না করার নির্দেশ

ইসরায়েলের নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই নির্দেশনা দিয়েছে।

আর যারা মধ্যপ্রাচ্যের দেশে আছে, তাদেরকেও দ্রুত সেসব দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

রবিবার মিশরের এক পুলিশ কর্মকর্তা দুই ইসরায়েলি পর্যটককে আলেক্সান্দ্রিয়া শহরে গুলি করে হত্যা করে। তাদের মিশরীয় ভ্রমণ গাইডকেও এ সময় হত্যা করা হয়।

এরপরই ইসরায়েলের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়।

শনিবার গাজা থেকে চালানো হামাসের ত্রিমুখী হামলায় এরইমধ্যে ছয় শতাধিক ইসরায়েলির প্রাণ গেছে বলে নিশ্চিত করেছে তেল আবিব। এছাড়াও দুই হাজারের বেশি ইসরায়েলি নাগরিক আহত হয়েছে। শতাধিক ইসরায়েলিকে অপহরণ করেছে হামাস যোদ্ধারা।

অন্যদিকে ইসরায়েলের চালানো হামলায় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের পাল্টা হামলায় আহত হয়েছে ২৩০০ ফিলিস্তিনি।

সবমিলিয়ে ইসরায়েল-হামাস সংঘাতে আবারো উত্তপ্ত হয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর