১০ অক্টোবর, ২০২৩ ১৯:৪৮

অমর্ত্য সেন সুস্থ আছেন, গুজব ছড়াবেন না : মেয়ে নন্দনা

অনলাইন ডেস্ক

অমর্ত্য সেন সুস্থ আছেন, গুজব ছড়াবেন না : মেয়ে নন্দনা

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুস্থ আছেন। অমর্ত্য সেনের মৃত্যু নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন মেয়ে নন্দনা সেন।

মঙ্গলবার এক এক্স (টুইট) বার্তায় এ তথ্য জানান নন্দনা সেন।

নন্দনা সেন বলেন, ‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যার আগে আচমকাই ছড়িয়ে পড়ে মারা গেছেন অমর্ত্য সেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে চলতি বছর অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন তার ‘এক্স’ হ্যান্ডল থেকে জানান, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’

এ খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ‌‘এক্স’ এ নন্দনা সেন জানান, বাবা অমর্ত্য সেন ভাল রয়েছেন। তিনি বস্টনে রয়েছেন। গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তার সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সু্স্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। হার্ভার্ডে সপ্তাহে দু’টি করে পাঠক্রম পড়াচ্ছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর