১৬ অক্টোবর, ২০২৩ ১৭:০৪

গাজা সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন?

অনলাইন ডেস্ক

গাজা সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন?

চলমান গাজা সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এখনো তার সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এরইমধ্যে হামাসের আক্রমণের জবাবে ইসরায়েলের চালানো পাল্টা হামলায় অন্তত ২৭৫০ ফিলিস্তি মারা গেছে। আহত হয়েছে দশ হাজারের বেশি ফিলিস্তিনি।

বাইডেনের ইসরায়েল সফর সেই সংঘাত আরো উস্কে দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এরইমধ্যে ওই অঞ্চল সফর করেছেন। 

যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বাইডেনের ইসরায়েল সফর নিয়ে কিছু জানানো হয়নি। তবে মার্কিন সংবাদ সংস্থা এপির খবরে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বাইডেনের সফর পরিকল্পনার কথা জানানো হয়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর