২১ অক্টোবর, ২০২৩ ১২:৩১

কীভাবে গাজা হাসপাতালের হামলাকারী চিহ্নিত করা যাবে, জানাল রাশিয়া

অনলাইন ডেস্ক

কীভাবে গাজা হাসপাতালের হামলাকারী চিহ্নিত করা যাবে, জানাল রাশিয়া

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আহলি আবর হাসপাতাল হামলা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে ওই সময়কার স্যাটেলাইট ছবি প্রকাশের দাবি জানালো রাশিয়া। এটি করা হলেই এই হামলার জন্য দায়ী পক্ষকে চিহ্নিত করা যাবে বলে জানিয়েছে দেশটি।

শুক্রবার এক সাক্ষাৎকারে এ দাবি জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যাভরভ বলেন, “গাজার হাসপাতালে সম্প্রতি যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, তা নিয়ে সবাই কথা বলছে; কিন্তু এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।”

“আমরা নিশ্চিত হামলার সময়ে ঘটনাস্থল, অর্থাৎ ওই হাসপাতাল ও আশপাশের এলাকার স্যাটেলাইট ছবি যুক্তরাষ্ট্রের কাছে আছে। আমরা চাই— যুক্তরাষ্ট্র এই ছবি প্রকাশ করুক এবং এ সংক্রান্ত বিভ্রান্তি দূর হোক,” যোগ করেন তিনি।

গত ১৭ অক্টোবর মঙ্গলবার রাতে গাজার আল আহলি আরব হাসপাতলে ভয়াবহ হামলা ও বিস্ফোরণে ঘটে। এতে অন্তত ৪৭১ জন নিহত হয়। আহত হয় বহু সংখ্যক মানুষ।

সৌদি আরব, বাহরাইন, মিশর, তুরস্ক, জর্ডানসহ মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের প্রায় সব দেশ এই হামলার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) দায়ী করে নিন্দা জানিয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা দাবি করেছে এই হামলার জন্য ইসরায়েল নয়। সূত্র: আরটি

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর