২৩ অক্টোবর, ২০২৩ ১৩:৪৭

সবথেকে গুরুত্বপূর্ণ হলো গাজায় মানবিক সহায়তা পাঠানো : জোসেপ বোরেল

অনলাইন ডেস্ক

সবথেকে গুরুত্বপূর্ণ হলো গাজায় মানবিক সহায়তা পাঠানো  : জোসেপ বোরেল

ফিলিস্তিনি যুবকের কাছে ইসরায়েলি হামলায় নিহত শিশু

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইসরায়েল ও ফিলিস্তিনি হামাসের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।

লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এসে বোরেল সাংবাদিকদের বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করা।’

বোরেল বলেন, ফিলিস্তিনি নাগরিকদের গাজায় প্রবেশের জন্য আরও বেশি মানবিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বান নিয়ে মন্ত্রীরা আলোচনা করবেন।

বোরেল বলেন, আমি বৈঠকের ফলাফল আশা করতে পারি না। তবে এটি অবশ্যই এমন কিছু যা মন্ত্রীদের আলোচনা করতে হবে। জাতিসংঘর সেক্রেটারি জেনারেলও এটা চেয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, ব্যক্তিগতভাবে, আমি মনে করি মানবিক সহায়তা পৌঁছাতে এবং বিতরণে অনুমতি দেওয়ার জন্য একটি মানবিক বিরতি প্রয়োজন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর