গাজায় ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ১৯৫ শিশু নিহত হয়েছে। ২০১৯ সালে পর থেকে এ পর্যন্ত সংঘাতে বিশ্বে প্রাণ হারানো শিশুর তুলনায়ও যা অনেকটা বেশি।
বেসরকারি শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেনের দেওয়া পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
এছাড়া এক হাজার শিশু এখনো নিখোঁজ রয়েছে। যাদের অধিকাংশই ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।পশ্চিম তীরেও এই সময় চালানো ইসরায়েলি হামলায় ৩৩ শিশু মারা গেছে। আর ইসরায়েলে হামাসের আক্রমণে নিহত হয়েছে ২৯ শিশু।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল
বিডি প্রতিদিন/নাজমুল