ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপসারণের সময় এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ।
তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার অতি-ডানপন্থী মন্ত্রিসভা প্রতিস্থাপনের সময় এসেছে। পরিবর্তে আমাদের একটি জাতীয় পুনর্গঠন সরকার প্রতিষ্ঠা করতে হবে। লিকুদ এর নেতৃত্ব দেবে, নেতানিয়াহু এবং চরমপন্থীরা সেখানে থাকবে না।
ইয়াইর লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই মন্তব্য করেন।তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী এবং জনসাধারণ ৭ অক্টোবরের হামলার পর থেকে সংযম ও সহনশীলতা দেখাচ্ছে। কিন্তু দুর্বল যোগসূত্র হচ্ছে সরকার, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী।
লাপিদের মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের সর্বশেষ লক্ষণ। কণ্টকাকীর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো- নেতানিয়াহুর ব্যর্থতার জন্য কোনো দায় নিতে অস্বীকার করা, যা হামাসকে আক্রমণের সুযোগ করে দিয়েছিল। অন্যরা অবশ্য বলছেন, সংঘাত শেষ হলেই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত।
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্তজ সোমবার বলেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে অপসারণের আহ্বান পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।
এক এক্স বার্তায় তিনি বলেন, "আমি কণ্ঠস্বর শুনতে পাচ্ছি যে এটি করার সময় এখন নয়।"
তিনি আরো বলেন, আমরা ৪০ দিন অপেক্ষা করেছি, আর সময় নেই। আমাদের এখন যা দরকার তা হলো এমন একটি সরকার যা নিরাপত্তা এবং অর্থনীতি ছাড়া আর কিছু নিয়ে ভাববে না। আমরা আগামী বছরে আরেকটি নির্বাচনের সামর্থ্য রাখতে পারি না।" সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ