২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০৮:৪৮

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন দিলেন যুবক

অনলাইন ডেস্ক

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন দিলেন যুবক

সড়কে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। গোয়েন্দা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর পর ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ডিসি ফায়ার ও ইএমএসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। 

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করছে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েলি দূতাবাস।

গাজার যুদ্ধ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি বিক্ষোভের জন্ম দিয়েছে৷ গত ৭ অক্টোবর গাজা শাসনকারী ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস আকস্মিক আক্রমণ চালিয়ে এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা ও ২৫৩ জন জিম্মিকে আটক করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী উপকূলীয় ছিটমহলে সামরিক অভিযান শুরু করে। এতে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর