রাশিয়ার সামনে রীতিমতো খাবি খাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। হারানো জায়গা উদ্ধারের বদলে প্রতিনিয়ত নতুন নতুন এলাকায় নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেশ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতিতেই আগাচ্ছে রাশিয়ার সেনারা। ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
কিস্তিয়ানটিনিভকা এলাকার বাসিন্দা মারিয়া বলেছেন, ‘আমার জানি কী আসতে চলেছে।’ ফলে তিনি তার ছেলের সাথে ওই এলাকা ছেড়ে কিয়েভের উদ্দেশে পাড়ি দিয়েছেন।
মারিয়া বলেছেন, ‘আমরা সারাদিন বিষন্ন হয়ে থাকি, আতঙ্ক সব সময় তাড়িয়ে বেড়ায়। এটা আমাদের ধারাবাহিকভাবে হতাশ করে তুলেছে। আমরা চরমভাবে ভীত।’
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই রাশিয়া ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আভদিভকা নিয়ন্ত্রে নেয়। এরপর থেকেই তারা শহরটির পশ্চিম দিকে ক্রমাগত এগিয়ে চলেছে। এরইমধ্যে বেশ কয়েকটি গ্রামও দলখ করে নিয়েছে রুশ সেনারা।
ইউক্রেন বলেছে, তাদের সেনারা লড়াই অব্যাহত অব্যাহত রেখেছে। তবে বর্তমানে রাশিয়ার সেনারা ১১শ’ কিলোমিটার জায়গা জুড়ে পাঁচটি এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে।
পূর্ব দোনেৎস্কে ইউক্রেনের সেনাদের সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল