দ্রুত গাজা যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তি চূড়ান্ত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট বাইডেন অবশিষ্ট অমিমাংসিত বিষয়গুলো সমাধান করার, যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি চূড়ান্ত করার, জিম্মিদের ফিরিয়ে আনার এবং গাজা যুদ্ধের একটি টেকসই পরিণতিতে পৌঁছানোর প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন।”
গত বছরের ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে গত মাসে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনা শুরু করে ইসরায়েল ও হামাস। চলতি মাসে হামাসের পক্ষ থেকে চুক্তির প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়া হয়। তবে ইসরায়েল এই মুহূর্তে কোনও চুক্তিতে যেতে চায় না বলে সাফ জানিয়েছে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/একেএ