ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় মুস্তফা মোহাম্মদ আবু আরা নামে পশ্চিম তীরের এক হামাস নেতার মৃত্যু ঘটেছে। এটা নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের কারাবন্দীবিষয়ক বিভাগ এবং প্যালেস্টাইন প্রিজনার’স ক্লাব যৌথ বিবৃতিতে জানায়, ৬৩ বছর বয়সী আবু আরাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গত অক্টোবরে অসুস্থ অবস্থায় গ্রেফতার হওয়া আবু আরার ওপর আটক থাকা অবস্থায় নির্যাতন চালানো হয়েছিল এবং তাকে অনাহারে রাখা হয়েছিল।
হামাস তাদের বিবৃতিতে আবু আরার মৃত্যুতে শোক প্রকাশ করে এবং এর জন্য ইসরায়েলকে দায়ী করে। হামাসের মতে, ইচ্ছাকৃতভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়নি, যা তার মৃত্যুর কারণ।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে বন্দীদের ওপর প্রতিশোধমূলক নির্যাতনের অভিযোগ করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের অভিযোগ অস্বীকার করে জানায়, আন্তর্জাতিক আইন মেনেই বন্দীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল