লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের কৌশলগত সামরিক অবস্থানে একের পর এক ভারী হামলা শুরু করেছে। হিজবুল্লাহ শুক্রবার পৃথক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তি সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি হিজবুল্লাহর।
হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদাব ইয়ারন সাইটের ভিতরে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে লক্ষ্যবস্তু করেছিল।
লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইয়ারন সাইটের আশেপাশে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে আগুন লাগতে দেখা গেছে।
এর আগে বৃহস্পতিবার বিকালের দিকে, হিজবুল্লাহ গত সপ্তাহে ইসরায়েলের কৌশলগত ঘাঁটিতে একটি ড্রোন-বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করার বিষয়টি নিশ্চিত করেছে।
গোষ্ঠীটি ইসরাইলের উত্তর অংশে আল-আবাদ ফাঁড়িতে একটি ড্রোন-বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করার ফুটেজ প্রকাশ করেছে। ১৯ জুলাই আল-আব্বাদ ফাঁড়িতে একটি বিস্ফোরক-বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, যেটিতে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জামও রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল