পশ্চিম ইরাকে মার্কিন বাহিনীর একটি বিমানঘাঁটিতে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আইন আল-আসাদ বিমানঘাঁটিতে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে।
ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই ঘাঁটির আশপাশে চারটি রকেট পড়েছিল।
অন্য একজন ইরাকি কর্মকর্তা বলেছেন, ‘একটি ড্রোন এবং তিনটি রকেট’ দিয়ে এই হামলা চালানো হয়। যেগুলো ঘাঁটির সীমানার খুব কাছাকাছি আছড়ে পড়ে।
ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স হামলার দায় স্বীকার করেছে।
এই প্রতিরোধ জোটটি গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা জোরদার করে। ইরাক ও সিরিয়ায় অবস্থান করা মার্কিন সেনাদের তারা লক্ষ্যবস্তু করছে।
বিডি প্রতিদিন/নাজমুল