পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তার স্ত্রী সুনীতার সাথে দেখা করেছেন। দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি বিষয়টি নিশ্চিত করেছে।
আম আদমি জানিয়েছে, মমতা দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সাথে দেখা করতে তার বাসভবনে গিয়েছিলেন।
কেজরিওয়াল আবগারি নীতি সম্পর্কিত মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। বাজেট পেশের আগেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। শনিবার নীতি আয়োগের বৈঠক।
পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বঞ্চনা নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন মমতা। এদিন দলীয় সংসদ সদস্যদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গেও দেখা করার সময় মমতার সাথে ছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সংসদ সদস্য রাঘব চাড্ডা।
বিডি প্রতিদিন/নাজমুল