আগামী ডিসেম্বরে মাল্টা সফরে যাচ্ছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার (১ নভেম্বর) ইউরো নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, যদি সফরটি নিশ্চিত হয়, তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এটিই হবে কোনও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ল্যাভরভের প্রথম সফর।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ভেদোমোস্তি শুক্রবার জানিয়েছে, সের্গেই ল্যাভরভ ডিসেম্বরের শুরুতে ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) বৈঠকের জন্য মাল্টায় যাবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মাল্টা দূতাবাস নিশ্চিত করেছে যে ৫ ও ৬ ডিসেম্বর দ্বীপ রাষ্ট্রটিতে ওএসসিই মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি ইউরোপের সব সদস্যদের জন্য প্রযোজ্য যার মধ্যে রাশিয়ান ফেডারেশনও অন্তর্ভুক্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আয়োজক দেশটির নিশ্চিত করা উচিত, সকল (ওএসসিই) সদস্য রাষ্ট্রের এখানে কাজ করার সমান সুযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম