ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
এই হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। যার কারণে অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
রাশিয়া প্রায় তিনমাসের মধ্যে রবিবার ইউক্রেইনে দফায় দফায় সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। ১২০ টি ক্ষেপণাস্ত্র ও ৯০ টি ড্রোন হামলায় ইউক্রেইনের বিদ্যুৎ ব্যবস্থার ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে।
কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেইনীয়রা তাদের জবুথবু জ্বালানি ব্যবস্থায় রুশ বাহিনীর এই হামলা হওয়ার আশঙ্কায় ছিল। বিদ্যুৎ অবকাঠামোতে হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে চলতি শীতে চরম দুর্ভোগ পোহাতে হতে পারে বলে তাদের আশঙ্কা ছিল।
এর মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থায় রাশিয়ার এই তুমুল হামলা হল। এতে বহু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ কমাতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল