ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব। এতে এক ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সৌদি আরব ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এ হামলায় অন্তত একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার আরব সূত্র জানিয়েছে, ইয়েমেনে সৌদি সেনাবাহিনীর হামলায় একজন ইয়েমেনি নাগরিক নিহত এবং একজন আফ্রিকান শরণার্থী আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম