শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার জন্য নতুন বার্তা দিয়েছে। ২৭ দেশের এই জোটটি জানিয়েছে, যদি যুদ্ধবিধ্বস্ত দেশটির নতুন শাসকরা সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান ও একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পদক্ষেপ নেয় তবে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করতে পারে ইইউ।
ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস রোমে পশ্চিমা শক্তিগুলির সাথে বৈঠকের একদিন পর এক এক্স পোস্টে লিখেছেন, "স্পষ্ট অগ্রগতি হলে ইইউ ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করতে পারে।"
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সিরিয়ার নতুন নেতৃত্বের সাথে সেতুবন্ধন তৈরি করতে চাইছে। ২৭টি দেশের জোটটি গৃহযুদ্ধের সময় আল-আসাদের সরকার এবং সিরিয়ার অর্থনীতির বিস্তৃত অংশের ওপর বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তদবির করে আসছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা নিয়ে দ্বিধা রয়েছে। অনেক দেশ নতুন কর্তৃপক্ষ কীভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করে তা দেখার জন্য অপেক্ষা করছে।
সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার নেতৃত্বে হায়াত তাহরির আল-শাম আনুষ্ঠানিকভাবে ইইউ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল