ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য কোনও “নির্দিষ্ট পরিকল্পনা” আছে। তবে তিনি এই অঞ্চলের পুনর্গঠন নিয়ে বিতর্ককে স্বাগত জানান।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত মেলোনি এবং মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সেতুবন্ধন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, পরিস্থিতি “জটিল”।
সৌদি আরব সফরকালে ইতালির প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন “ট্রাম্প ঠিক বলেছেন। যখন তিনি বলেছেন যে গাজা পুনর্গঠন স্পষ্টতই প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। সফল হওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচুর সম্পৃক্ততা প্রয়োজন,” ।
মেলোনির ভাষায়, “আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। আমি মনে করি আমাদের আঞ্চলিক নেতাদের সাথে আলোচনার মুখোমুখি হতে হবে। যাদের অবশ্যই এই কাজে যুক্ত হতে হবে।"
শনিবার ট্রাম্প বলেছিলেন, তিনি চান জর্ডান এবং মিশর গাজা থেকে লোকদের নিয়ে যাক। তিনি পরামর্শ দিয়েছিলেন, "আমরা কেবল পুরো জিনিসটি (গাজা) পরিষ্কার করি"। এই ধারণা ফিলিস্তিনি নেতারা, আরব লীগ, জর্ডান এবং মিশর দ্রুতই প্রত্যাখ্যান করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল