স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে মিশর ও জর্ডানে পুনর্বাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, গাজার জনগণকে গাজাতেই থাকতে হবে। গাজা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ, যা একটি একক সরকারের অধীনে থাকা উচিত।
ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলবারেস বলেন, ইউরোপীয় ইউনিয়নের এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত গাজার মানবিক সংকট মোকাবিলায়। তিনি খাদ্য সহায়তা, চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA)-এর উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন।
স্পেন ফিলিস্তিন এবং UNRWA-কে তার আর্থিক সহায়তা ৫০ মিলিয়ন ইউরোতে উন্নীত করার ঘোষণা দিয়েছে। আলবারেস বলেন, আমাদের সামনে একটি সম্ভাবনার জানালা খুলেছে—যুদ্ধবিরতি। যদিও এটি স্থায়ী নয়, আমাদের এটি স্থায়ী করার জন্য কাজ করতে হবে।
গাজায় চলমান মানবিক বিপর্যয়ে ইউরোপীয় ইউনিয়নের দ্রুত হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, গাজার জনগণের সহায়তায় অবিলম্বে খাদ্য, চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
স্পেনের এই অবস্থান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচিত হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল