সিরিয়া সফরে গেছে রাশিয়ার একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। মস্কোর মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর প্রথমবারের মতো রাশিয়ার প্রতিনিধি দলের সিরিয়া সফর।
সিরিয়ার নতুন শাসকদের সাথে আলোচনা করার জন্য প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ এবং সিরিয়ার জন্য ক্রেমলিনের বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরেন্টিয়েভ।
আল-আসাদকে আশ্রয় দেওয়া রাশিয়া সিরিয়ায় তাদের দুটি ঘাঁটি রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। সিরিয়ার তারতুসে রাশিয়ার একটি নৌঘাঁটি এবং বন্দর শহর লাতাকিয়ার কাছে হামিমিম বিমানঘাঁটি রয়েছে।
রাশিয়া আসাদের দীর্ঘদিনের মিত্র ছিল। ২০১১ সালে আল-আসাদের শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের উপর নৃশংস দমন-পীড়নের পর শুরু হওয়া যুদ্ধের সময় বিরোধীদের কাছ থেকে অঞ্চল পুনরুদ্ধারে আসাদকে সহায়তা করেছিল রাশিয়া।
তবে গত বছরের শেষের দিকে বিদ্রোহীদের তীব্র আক্রমণের ফলে ডিসেম্বরে আসাদ দামেস্ক থেকে পালিয়ে যেতে বাধ্য হন। প্রথমে হামেইমিম বিমান ঘাঁটিতে এবং পরে মস্কোতে যান তিনি।
কয়েকদিন পরে রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা বোগদানভকে উদ্ধৃত করে বলেছে, "হায়াত তাহরির আল-শাম" - যে বিরোধী দল আল-আসাদকে উৎখাত করার জন্য আক্রমণের নেতৃত্ব দিয়েছিল - তার সাথে রাশিয়ার যোগাযোগ "গঠনমূলকভাবে এগিয়ে চলেছে"।
সিরিয়ার নতুন প্রশাসন এই মাসে তারতুস বন্দর পরিচালনা ও পরিচালনার জন্য রাশিয়ান সংস্থা স্ট্রয়ট্রান্সগাজের সাথে একটি চুক্তি বাতিল করেছে। তিনজন সিরিয়ান ব্যবসায়ী এবং মিডিয়া রিপোর্ট অনুসারে।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা, চলতি মাসে দামেস্কে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দুই রাষ্ট্রের মধ্যে ভবিষ্যতের সম্পর্কের প্রকৃতি নির্ধারণের জন্য রাশিয়ার সাথে আলোচনা চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল