পাকিস্তান আগামী ফেব্রুয়ারি মাসে দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়া আয়োজন করতে যাচ্ছে। এতে মোট ৬০টি দেশ অংশগ্রহণ করবে। খবর আনাদুলু।
পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, "আমান (শান্তি) ২৫" নামে পরিচিত এই পাঁচ দিনের মহড়া ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরনগরীর কাছে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত হবে।
"নিরাপদ সমুদ্র; সমৃদ্ধ ভবিষ্যৎ" প্রতিপাদ্য নিয়ে এই মহড়া শুরু হয়েছিলো ২০০৭ সালে। এবার এই মহড়ার নবম সংস্করণ অনুষ্ঠিত হবে।
এই বছরের মহড়ার একটি মূল বৈশিষ্ট্য হল "আমান সংলাপ"। যা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে এবং ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য বিশ্বজুড়ে নৌপ্রধান, উপকূলরক্ষী বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামুদ্রিক নেতাদের একত্রিত করবে।
এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলির জাহাজ, বিমান, বিশেষ অপারেশন বাহিনী, বিস্ফোরক অস্ত্র নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন।
পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, "আমান সিরিজটি আঞ্চলিক শান্তি ও সহযোগিতা প্রচারের জন্য পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।"
বিডি প্রতিদিন/নাজমুল