ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে দখল করা কৌশলগত অবস্থান হারমন পর্বতের শীর্ষে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। মঙ্গলবার সেখানে সেনা সফরের সময় তিনি এই ঘোষণা দেন।
কাটজ বলেন, ইসরায়েল শত্রুভাবাপন্ন কোনো শক্তিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত হতে দেবে না। এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, সিরিয়ার এই অঞ্চল থেকে সুরক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
সিরিয়া-লেবানন সীমান্তে অবস্থিত হারমন পর্বত বরফে ঢাকা বিশাল এক পর্বতশ্রেণি। এখান থেকে একদিকে দামেস্কের গ্রামীণ এলাকা, অন্যদিকে ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমি স্পষ্ট দেখা যায়। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল এই গোলান মালভূমি সিরিয়ার কাছ থেকে দখল করেছিল।
ইসরায়েলের দাবি, তারা সিরিয়ার জাতিসংঘ পর্যবেক্ষিত নিরস্ত্রীকৃত অঞ্চলে অবস্থান নিয়েছে এবং কখনো কখনো এর সীমানা ছাড়িয়েও গেছে। যদিও ইসরায়েলি কর্মকর্তারা পূর্বে জানিয়েছিলেন, এই পদক্ষেপ সীমিত এবং সাময়িক। তবে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, এই অবস্থান দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চলেছে।
ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখছে বিভিন্ন দেশ ও জাতিসংঘ। তারা ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের পদক্ষেপ জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে।
ইসরায়েলের এই সিদ্ধান্ত এবং হারমন পর্বতের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা সিরিয়া এবং এর প্রতিবেশী অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করছে। অনেকেই আশঙ্কা করছেন, এই পরিস্থিতি আঞ্চলিক বিরোধ আরও জটিল করে তুলতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল