রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আগামী দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। শনিবার রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এটি ছিল প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধের সমাপ্তির পথ খুঁজতে উভয় দেশের কূটনৈতিক প্রচেষ্টা।
রিয়াবকভ জানান, দ্বিতীয় বৈঠকটি তৃতীয় কোনো দেশে অনুষ্ঠিত হবে এবং সুনির্দিষ্ট স্থান নির্ধারণে আলোচনা চলছে। তবে বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা অংশ নেবেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
তিনি আরও বলেন, উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের নানা সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে একমত হয়েছে। রিয়াবকভ বলেন, ডেপুটি পর্যায়ের মূল আলোচনার আগে সংশ্লিষ্ট বিভাগের পরিচালকদের মধ্যে একটি পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠক আগামী দুই সপ্তাহের মধ্যেই হতে পারে।
এদিকে, ক্রেমলিন জানিয়েছে, চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে। উভয় নেতা আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে রাশিয়া।
বিডিপ্রতিদিন/কবিরুল