বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

ন্যাটোর জন্য সামরিক কৌশলে পরিবর্তন আনছে রাশিয়া

ইউক্রেন সংকট

ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোর উপস্থিতি এবং ইউক্রেনের সংকট নিয়ে রাশিয়ার সামরিক কৌশলে পরিবর্তন আনা হচ্ছে। রাশিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি মিখাইল পোপোভ বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সম্পর্কের আলোকে এই কৌশল বদলানো হচ্ছে। এদিকে সোমবার ন্যাটো বলেছে, তার সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই পূর্ব ইউরোপে এই উপস্থিতি। এরপরই রাশিয়ার পক্ষ থেকে এমন ঘোষণা এলো। ওই রুশ কর্তকর্তা বলেন, ন্যাটোর সদস্য দেশগুলোর সামরিক কাঠামো ধীরে ধীরে রুশ সীমান্তের কাছাকাছি চলে আসছে। পোপভ আরও বলেন, ন্যাটোর এই পদক্ষেপ রাশিয়ার জন্য 'বহিরাগত হুমকির' একটি। তবে ন্যাটোকে লক্ষ্য করে রুশ সামরিক কৌশলে কীভাবে পরিবর্তন আসছে এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি তিনি। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেছেন রাশিয়া পূর্ব ইউক্রেনে 'মহাযুদ্ধ' শুরু করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। আর রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ও পূর্ব ইউরোপের সদস্য রাষ্ট্রগুলোকে রক্ষা করতে ন্যাটোর কয়েক হাজার সেনা সেখানে অবস্থান করছে। প্রসঙ্গত, ন্যাটোর সদস্য রাষ্ট্রের সংখ্যা ২৮। যেখানে পূর্ব ইউরোপের মধ্যে পোল্যান্ড ও চেক রিপাবলিক রয়েছে। এর মধ্যে ইউক্রেন অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ গতকাল বলেছেন, এই পদক্ষেপ বিদ্রোহীদের সঙ্গে কোনোরকম শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে 'তুচ্ছ' করে তুলবে। উল্লেখ্য, ইউক্রেনে গত এপ্রিলে শুরু হওয়া লড়াইয়ে এখনো পর্যন্ত দুই হাজার ৬০০ জন নিহত হয়েছে। বিবিসি

 

 

সর্বশেষ খবর