বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

৩০ বছর পর এখনো ভুপালের নিঃশ্বাসে কষ্ট

৩০ বছর আগের দুর্ঘটনা। আজও তার ক্ষত বইতে হচ্ছে ভুপালকে। সেদিন ছিল ২ ডিসেম্বর। গ্যাস বিস্ফোরণ কেড়ে নিয়েছিল হাজার হাজার প্রাণ। আজও সেখানে কাটেনি মৃত্যুর বিভীষিকা। আজও মাটির তলায় পাহাড় সমান বিষ। যা ধীরে ধীরে বিষিয়ে তুলছে শহরের জল-মাটিকে।

ভয়ঙ্কর অতীতকে ভোলা শক্ত। ধ্বংসস্তূপের ওপর এখনো জেগে রয়েছে ইউনিয়ন কার্বাইডের বোর্ড। একের পর এক প্রজন্ম দেখেছে, কত মারাত্দক হতে পারে পরিণতি! ১৯৮৪ সালের ২ ডিসেম্বর। এখনকার ভেঙে পড়া, জীর্ণদশা এই কারখানা সেদিন বয়ে এনেছিল মৃত্যুর বার্তা। হাজার হাজার টন বিষাক্ত বর্জ্য এখনো জমে কারখানার মাটির নিচে। যা ক্রমেই আরও বিষিয়ে তুলছে ভুপাল শহরকে। সমীক্ষা বলছে, কারখানার ৬৮ একর এলাকার মধ্যে প্রায় ২১টি জায়গায় এখনো জমে বিষাক্ত বহু রাসায়নিক। সরানো যায়নি। কারণ দায় নিতে রাজি নয় কেউ! বর্তমানে কারখানাটি ডাও কেমিক্যাল সংস্থার হাতে। তাদের দাবি, সাফাইয়ের কাজ শেষ করে গেছে ইউনিয়ন কার্বাইড। তাদের আর কিছুই করার নেই। এই শহরে শ্বাস নেওয়া আজও আতঙ্কের। জি নিউজ।

সর্বশেষ খবর