একুশ আমার নয়নমণি
স্বপ্ন সুখের আশা,
জন্ম থেকে শোনা বুলি
মায়ের মুখের ভাষা।
একুশ আমার ভোরের দোয়েল
মিষ্টি সুরে গান,
ন্যায়ের যুদ্ধে শহীদ হওয়া
বীর বাঙালির মান।
একুশ আমার বুকের মানিক
অাঁধার ঘরের আলো,
বাধার পাহাড় আসে আসুক
বাসবো তারে ভালো।
একুশ আমার নয়নমণি
স্বপ্ন সুখের আশা,
জন্ম থেকে শোনা বুলি
মায়ের মুখের ভাষা।
একুশ আমার ভোরের দোয়েল
মিষ্টি সুরে গান,
ন্যায়ের যুদ্ধে শহীদ হওয়া
বীর বাঙালির মান।
একুশ আমার বুকের মানিক
অাঁধার ঘরের আলো,
বাধার পাহাড় আসে আসুক
বাসবো তারে ভালো।