বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

পুলিশের ওপর আস্থা ফেরাতে ওবামার উদ্যোগ

যুক্তরাষ্ট্রে পুলিশ সদস্যদের আরও বেশি পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহারের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। সেন্ট লুইসের ফার্গুসনে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে তিনি এই আহ্বান জানান। ওবামা বলেন, টহলে থাকার সময় আরও ৫০ হাজার পুলিশ সদস্যরা যেন একটি ক্ষুদ্র ভিডিও ক্যামেরা পরিধান করতে পারেন, সেজন্যে তিনি সাড়ে সাত কোটি ডলার বরাদ্দ করবেন। নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গ কিশোর, মাইকেল ব্রাউনের ওপর যে পুলিশ সদস্য গুলি চালিয়েছিলেন, তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন করে ফার্গুসনে সহিংস প্রতিবাদের পর ওবামা এ আহ্বান জানালেন। বিবিসি।

সর্বশেষ খবর