সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

গিসের অর্থমন্ত্রীর পদত্যাগ

গিসের অর্থমন্ত্রীর পদত্যাগ

গ্রিসে বিদেশি ঋণদাতাদের শর্ত মেনে নতুন ঋণ নেওয়ার প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইয়ানিস ভারৌফাকিস।

সোমবার কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পদত্যাগ বার্তায় ভারৌফাকিস বলেছেন, গণভোটের পর গ্রিসের সঙ্গে ইউরোগ্রুপের আলোচনা-সংলাপে তাকে আর দেখতে না চাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সহযোগী দেশগুলোর মন্ত্রীরা। ফলে তার এই পদত্যাগ ইউরোপীয় ঋণদাতাদের সঙ্গে প্রধানমন্ত্রী সিপরাসকে একটি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করবে। যে কারণে আজ থেকে আমি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিচ্ছি।

অর্থমন্ত্রী ভারৌফাকিসের পদত্যাগকে বিস্ময় না বলে একে স্বাভাবিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চলতি বছরের জানুয়ারিত মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর অনেক বার তিনি বলেছেন, এই পদে আমি দীর্ঘদিন থাকতে পারব না। আমি রাজনীতিক নই, একজন আমলা ও অ্যাকামেডিক।

বিডি-প্রতিদিন/০৬ জুলাই, ২০১৫/মাহবুব
 

সর্বশেষ খবর