সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

পাক-ভারত আলোচনা যে কারণে বাতিল

ভারত শর্তারোপ করায় ইসলামাবাদ-নয়াদিল্লি নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ পর্যায়ের আলোচনা নাকচ করে দিয়েছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজের মধ্যে দিল্লিতে ২৩ ও ২৪ আগস্ট গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগেই তা বাতিলের  ঘোষণা দেওয়া হয়। এ বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, সন্ত্রাসবাদ এবং কাশ্মীর সীমান্তে শান্তি ফিরিয়ে আনার বিষয় নিয়েই কেবল এনএসএ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন,  বৈঠকে আর কোনো বিষয়ে আলোচনা হবে না। সুষমা বলেন, কাশ্মীরসহ অন্যান্য অমীমাংসিত ইস্যু দুই দেশের মধ্যে পূর্ণ আলোচনার অংশ হতে পারে কিন্তু এ আলোচনা এখনো শুরুই হয়নি। এদিকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলুল্লাহ বলেছেন, সুষমা স্বরাজের বক্তব্য খতিয়ে দেখেছে পাকিস্তান এবং তার আরোপিত দুই শর্ত নিয়ে বৈঠক হলে তাতে কোনো ফল পাওয়া যাবে না বলে ইসলামাবাদ মনে করছে। টেকসই সংলাপের মাধ্যমে দুই দেশের সব অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা করা উচিত বলে তিনি জানান। দ্য ডন।

সর্বশেষ খবর