শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বৈশ্বিক প্রবৃদ্ধি স্থবির করবে ব্রেক্সিট : ওবামা

বৈশ্বিক প্রবৃদ্ধি স্থবির করবে ব্রেক্সিট : ওবামা

ইউরোপীয় ইউনিয়নে থাকা ও না-থাকা নিয়ে যুক্তরাজ্যে সম্প্র্রতি যে গণভোট হয়েছে তা বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে। এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, ‘ব্রেক্সিট ইউরোপ বা গ্রেট ব্রিটেনে বিনিয়োগের সম্ভাবনাকে স্থবির করে দিতে পারে।’ এ সময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী  ডেভিড ক্যামেরন এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি সংস্থাটি থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়াটা সুশৃঙ্খল প্রক্রিয়ায় সম্পন্ন করারও আহ্বান জানান। বুধবার অটোয়া শহরে কানাডা ও  মেক্সিকো নেতাদের সঙ্গে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন বলে বিবিসি জানিয়েছে। সম্মেলনে  প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি মনে করি ব্রেক্সিটের প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদি স্থবিরতা এবং মোটের ওপর গ্রেট ব্রিটেন ও ইউরোপে বিনিয়োগের সম্ভাবনা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’ ইতিমধ্যে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দুর্বল হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি ব্রিটেন ও জার্মানিকে উদ্দেশ্য করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন  থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসাটা যেন সুশৃঙ্খলভাবে হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। তার ভাষায়, ‘প্রত্যেকেরই ধৈর্য্য ধরা উচিত। আমি মনে করি এটি একটি কঠিন সময় এবং চ্যালেঞ্জিং প্রক্রিয়া। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু  নেই। বিবিসি।

সর্বশেষ খবর