Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২১ জুলাই, ২০১৬ ২৩:১৭

ট্রাম্পকে সমর্থন দেননি টেড ক্রুজ

মার্কিন নির্বাচন

ট্রাম্পকে সমর্থন দেননি টেড ক্রুজ
টেড ক্রুজ

রিপাবলিকান দলের বিভক্তি এবার জাতীয় কনভেনশনেও স্পষ্ট হয়ে উঠল। যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেননি প্রাইমারি ও ককাস নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ। তিনি বরং ভোটারদের সচেতনতার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ নিয়ে কনভেনশন হলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা বার বার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার আহ্বান জানাতে থাকেন। তারা ‘ট্রাম্প, ট্রাম্প, ট্রাম্প’ বলে স্লোগান দেন। কিন্তু নিজের অবস্থানে অটল থাকলেন টেড ক্রুজ। তিনি সহজে মেনে নিতে পারেননি অকস্মাৎ রিয়েল এস্টেট বিলিয়নিয়ারকে প্রেসিডেন্ট পদে।  তিনি যে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবেন না তা স্পষ্ট হয়ে উঠেছিল দলীয় প্রাইমারিতে। কারণ প্রাইমারি নির্বাচনের শেষের দিকে যখন ডোনাল্ড ট্রাম্প অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তখন টেড ক্রুজ ও দলের অপর প্রার্থী জন কাসিচ জোট পাকান ট্রাম্পকে ঠেকানোর জন্য। ক্রুজের একই ভূমিকা দেখা দিয়েছে ক্লিভল্যান্ডে দলীয় কনভেনশনে। তিনি ট্রাম্পকে অনুমোদন না দেওয়ায় সেখানে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। তাকে তিরস্কার করা হয়। উপস্থিত দলীয় নেতা-কর্মীরা বার বার ‘আমরা ট্রাম্পকে চাই’ এবং ‘ট্রাম্পকে অনুমোদন দাও’ স্লোগান দিতে থাকে। কিন্তু টেক্সাসের সিনেটর টেড ক্রুজ তাতেও কর্ণপাত করেননি।  ক্লিভল্যান্স সম্মেলনস্থল থেকে বিবিসির সাংবাদিক অ্যান্থনি জারচার বলছেন, এ অবস্থায় পুরো কনভেনশন হল যেন টেড ক্রুজের বিরুদ্ধে অবস্থান নেয়। বিবিসি


আপনার মন্তব্য