শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিশ্বের ১৩ কোটি মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল

বিশ্বের কমপক্ষে ১৩ কোটি মানুষ এখন পুরোপুরি ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল। গতকাল বিশ্ব মানবতা দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের ওয়েবসাইটে দেওয়া বান কি মুনের বার্তাটিতে বলা হয়েছে- ‘১৩ কোটি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল। এই পরিমাণ মানুষকে একত্র করলে বিশ্বের দশম জনবহুল রাষ্ট্র গঠন করা যাবে।’ মুন বলেন, ‘এই পরিসংখ্যান সত্যিই বিস্ময়কর, যদিও এটি একটি গল্পের ভগ্নাংশ মাত্র। এই পরিসংখ্যানের পেছনে লুকিয়ে আছে অনেক ব্যক্তি, পরিবার ও সম্প্রদায়, যাদের জীবন ধ্বংস হয়ে গেছে। প্রতিদিন অসম্ভব বিকল্পের মুখোমুখি হচ্ছে যেসব নারী, শিশু কিংবা পুরুষ— আপনার আমার কাছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। শিশুর জন্য খাবার কিংবা ওষুধ কেনা, এই দুয়ের মধ্যে একটি মা-বাবাকে বেছে নিতে হচ্ছে; শিশুদের স্কুল কিংবা পরিবারকে সাহায্য করার জন্য কাজ—যে কোনো একটি বেছে নিতে হচ্ছে; পরিবারগুলোকে হয় বাড়িতে বোমা পড়ার ঝুঁকিতে থাকতে হচ্ছে না হয় সমুদ্রপথে বিপজ্জনকভাবে পালাতে হচ্ছে।’ জাতিসংঘ মহাসচিবের মতে, যে সংকট এই মানুষগুলোকে প্রচণ্ড কষ্টের মধ্যে ফেলেছে এর দ্রুত সমাধান সম্ভব নয়। কিন্তু কিছু কাজ রয়েছে যেগুলো আমরা সবাই করতে পারি— আজ এবং প্রত্যেক দিন। আমরা সমবেদনা জানাতে পারি, অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ জানাতে পারি এবং পরিবর্তনের জন্য কাজ করতে পারি। এএফপি।

সর্বশেষ খবর