সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাইজেরিয়ায় চার্চের ছাদ ধসে নিহত ৬০

নাইজেরিয়ায় একটি নির্মাণাধীন চার্চের ছাদ ধসে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আকওয়া ইবোম রাজ্যের রাজধানী উইয়োতে অবস্থিত রেইনারস বাইবেল চার্চে এ ঘটনা ঘটে। গার্ডিয়ান জানিয়েছে, ছাদ ধসে পড়ার সময়ও ওই চার্চের নির্মাণকাজ চলমান ছিল। শনিবারের এক অনুষ্ঠানকে কেন্দ্র করে চার্চটির নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছিল নির্মাণকর্মীদের। আকওয়া ইবম রাজ্যের গভর্নরের একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে দালানের ছাদ ধসের ঘটনা তদন্তের আশ্বাস দেন। ছাদ ধসের সময় রাজ্যের গভর্নরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত  ছিলেন। গার্ডিয়ান জানিয়েছে, এ পর্যন্ত ৬০ জনের মরদেহ উদ্ধার করা হলেও এই মৃতের সংখ্যা বাড়তে পারে। নাইজেরিয়ায় দালান ধস একটি ধারাবাহিক ‘দুর্ঘটনা’। বস্তুত সেখানকার ঠিকাদাররা অর্থ আত্মসাতের জন্য সস্তা ও অগ্রহণযোগ্য নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করে থাকেন, যা দুর্ঘটনার কারণ হয়। ২০১৪ সালে অপর এক চার্চ ধসে ১১৬ জন নিহত হয়েছিলেন। এএফপি।

সর্বশেষ খবর