বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতে বায়ুদূষণে বছরে ১১ লাখ মানুষের মৃত্যু

ভারতে বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ১১ লাখ মানুষের প্রাণহানি ঘটে। মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি স্বাস্থ্যবিষয়ক গবেষণা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বায়ুদূষণের কারণে প্রতিবছর সারা বিশ্বে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। বিশ্বে বায়ুদূষণের কারণে যত মানুষ মারা যায়, এর অর্ধেকের  বেশি মানুষের মৃত্যু হয় শুধু ভারত ও চীনে।

এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ রিসার্চ ইনস্টিটিউট এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। হেলথ এফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিকস অ্যান্ড ইভালুয়েশন যৌথভাবে গবেষণাটি করেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরে চীনে বায়ুদূষণের কারণে মৃত্যুর হার বেড়ে গেছে। এই হার বাড়ছে ভারতেও। দেশটিতে আগের চেয়ে প্রায় ৫০ ভাগ মৃত্যুর হার বেড়েছে এই বায়ুদূষণের কারণে। 

সর্বশেষ খবর